- জানুয়ারি ২৩, ২০২৫
- আন্তর্জাতিক
- 2
আন্তর্জাতিক ডেস্কঃ মালয়েশিয়ায় ৭১ বাংলাদেশিসহ ১৭৬ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ। তাদের ইমিগ্রেশন হেডকোয়ার্টারে নেওয়া হয়েছে।
মালয়েশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা বারনামার এক প্রতিবেদনে জানানো হয়, বুধবার (২২ জানুয়ারি) অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ৬১ জন ইমিগ্রেশন কর্মকর্তা অভিযান চালিয়ে কুয়ালালামপুরের পর্যটন এলাকা বুকিত বিনতাংয়ের জালান আলোর এলাকা থেকে তাদের আটক করে।
কুয়ালালামপুরের ইমিগ্রেশন পরিচালক ওয়ান মোহাম্মদ সৌপি ওয়ান ইউসুফ জানান, কুয়ালালামপুর সিটি হলের সহযোগিতায় স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৭টায় অভিযান শুরু হয়। আটকদের মধ্যে ৭১ জন বাংলাদেশি ছাড়াও মিয়ানমারের ৬০ জন, ইন্দোনেশিয়ার ২৪ জন, নেপালের ১৬ জন, পাকিস্তানের তিনজন এবং মিসর ও সুদানের একজন করে নাগরিক আছেন।
তিনি বলেন, আটকদের মধ্যে অনেকের বৈধ কাগজপত্র নেই। অনেকের মালয়েশিয়ায় থাকার মেয়াদ শেষ হয়ে গেছে। সংশ্লিষ্ট আইন অনুসারে মামলাটির তদন্ত চলছে।