- সেপ্টেম্বর ৭, ২০২২
- সিলেট
- 32

নিজস্ব প্রতিবেদকঃ সিলেট নগরীর সুবিদবাজার বনকলাপাড়ায় চাঁদা না দেওয়ায় অনেক ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর করেছে স্বেচ্ছাসেবক লীগের সশস্ত্র ক্যাডাররা। গতকাল মঙ্গলবার বেলা ২টার দিকে এই হামলার ঘটনা ঘটেছে। এতে পাঁচজন ব্যবসায়ী আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, চাঁদার দাবিতে বেলা ২টার দিকে সুবিদবাজার বনকলাপাড়ায় এলাকায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে সিলেট মহানগর সেচ্ছাসেবক লীগের সভাপতি আফতাব হোসেন খান ও সিলেট জেলা সেচ্ছাসেবক লীগের সহসভাপতি পিযুষ কাস্তি দের নেতৃত্বে হামলা ও ভাঙচুর চালানো হয়। এতে দোকানপাটের মালামাল তছনছ করে ফেলে সশস্ত্র ক্যাডাররা। এর প্রতিবাদ করলে ৫জন ব্যবসায়ীকে ব্যাপক মারধর করে সন্ত্রাসীরা।
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার এক ব্যসসায়ী জানান, গত কয়েকদিন ধরে সিলেট জেলা সেচ্ছাসেবক লীগের সহসভাপতি পিজুষ কান্তি দে ও সিলেট মহানগর সেচ্ছাসেবক লীগের সভাপতি আফতাব হোসেন খানের লোকজন এই এলাকার সকল ব্যবসায়ীদের কাছে টাকা চাঁদা দাবি করে আসছিল। মঙ্গলবার সকালে এসে সে তারা আবার চাঁদা দাবি করে। কিন্তু চাঁদা না দেয়ায় বেলা ২টার দিকে সেচ্ছাসেবক লীগের নেতকর্মীদের নিয়ে দোকানে হামলা করা হয়। এতে দোকানপাট ভাঙচুর ও মালামাল লুট করা হয়।
এদিকে, চাঁদাবাজি ও হামলার প্রতিবাদে সুবিদবাজার বনকলাপাড়ার ব্যবসায়ীরা সুবিদবাজারবনকলাপাড়ার সড়ক অবরোধ করে স্থানীয় ব্যবসায়ীরা। এসময় রাস্তায় বিক্ষোভ শুরু করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। এসময় ব্যবসায়ীরা আফতাব ও পিযুষের সশস্ত্র ক্যাডারদের গ্রেপ্তারের দাবি জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। পুলিশের আশ্বাসে ব্যবসায়ীরা অবরোধ তুলে নেন।
এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মাইনুল জাকির জানান, অভিযুক্তদের আটক করতে অভিযান চালানো হচ্ছে। তবে কাউকে বাসায় পাওয়া যায়নি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এই ঘটনার মূল হোতা আফতাব ও পিযুষকে আটক করতেও অভিযান অব্যাহত রয়েছে।