- জানুয়ারি ২৮, ২০২৫
- শীর্ষ খবর
- 100

হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের চুনারুঘাঘাট উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি এসএম মোশাহিদ সরকারকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার দিবাগত রাতে চুনারুঘাট পৌরশহর থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
মোশাহিদ চুনারুঘাট উপজেলার পাকুড়িয়া গ্রামের মৃত আব্দুর রহমান সরকারের ছেলে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে মাধবপুর থানার (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান- চুনারুঘাট থানা পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করা হয়। সে মাধবপুর থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দায়ের করা একটি মামলার আসামী। এতদিন সে পলাতক ছিল। এছাড়াও সে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন গুজব ছড়াচ্ছিলো।
ওসি বলেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়ের করা মামলার পলাতক আসামিদের ধরতে পুলিশের অভিযান চলমান রয়েছে।