- ফেব্রুয়ারি ১২, ২০২৫
- লিড নিউস
- 4
![‘অপারেশন ডেভিল হান্টে’ সিলেটে আরও ৬ জনকে গ্রেফতার](https://sylhettimesbd.com/wp-content/uploads/2025/02/11-copy-1.jpg)
নিউজ ডেস্ক: ‘অপারেশন ডেভিল হান্টে’ সিলেটে আরও ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) দিনভর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. কুতুব মিয়া (৪৮), সিলেট মহানগরের ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হক মিন্টু (৬১), ১৪ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক একরাম সরকার রিপন (৪০), ১ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক সালেহীন আহমেদ মাহি (২৩), শাহপরাণ থানার পীরের চক এলাকার বাসন্দিা আওয়ামী লীগ নেতা দুলাল আহমদ (৫০) ও সিলেট মহানগর ছাত্রলীগ নেতা সাব্বির খান (৩১)।সিলেট পর্যটন প্যাকেজ
এসব তথ্য নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, তাদের বিরুদ্ধে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।