• ফেব্রুয়ারি ১৯, ২০২৫
  • শীর্ষ খবর
  • 10
সিলেটে চার ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ৬

নিউজ ডেস্কঃ চলমান অপারেশন ডেবিল হান্টে সিলেটে আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের আরও ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের চার নেতা এবং দুইজন স্বেচ্ছাসেবক লীগ ও আওয়ামী লীগ নেতা।

সিলেট মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, পৃথক অভিযানে গ্রেপ্তাররা বিভিন্ন মামলায় আসামি, তারা পলাতক ছিলেন।

গ্রেপ্তাররা হলেন-সিলেটের জৈন্তাপুর কলেজ ছাত্রলীগের সভাপতি উপজেলা সরুখেল গ্রামের আবুল হোসেনের ছেলে ইমরান আহমেদ (৩১), জেলা ছাত্রলীগ নেতা কোতোয়ালি থানার বাগবাড়ি গ্রামের মৃত জুয়েল আহমদের ছেলে মো. সোহাগ (২৮),সিলেট জেলার ছাত্রলীগ কমিটির সদস্য এসএমপির শাহপরান থানাধীন ধনকান্দি ৪ নং ওয়ার্ডের সুশীল বিশ্বাসের ছেলে।

ইন্দ্রজিৎ বিশ্বাস (২৮), ছাত্রলীগ কর্মী নগরের হাউজিং এস্টেট এলাকার ৩নং লেন-এ বাসার আব্দুল লতিফের ছেলে জুয়েল আহমদ(২৬), ২৯ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাবেক সেক্রেটার ও দক্ষিণ সুরমার লাউয়াই পর্বতপুর এলাকার মৌলা মিয়ার ছেলে মো. খলিলুর রহমান (৫০), খাদিমনগর ৩ নং খাদিমনগর ইউনিয়নের ২ নং ওয়ার্ড আওয়ামী লীগ কর্মী এবং এয়ারপোর্টের লাখাউড়া গ্রামের মৃত কালা মিয়ার ছেলে বাদশা মিয়া (৫০)।