• ফেব্রুয়ারি ১৯, ২০২৫
  • শীর্ষ খবর
  • 9
বৃহস্পতিবার থেকে সিলেটে পরিবহণ শ্রমিকদের ‘কর্মবিরতি’

নিউজ ডেস্কঃ সিলেট-সুনামগঞ্জ সড়কে পরিবহন শ্রমিকদের মালিকানাধীন বাস চলাচল করতে না দেয়ার প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) থেকে লাগাতার কর্মবিরতি ডাক দিয়েছে সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন ঐক্য পরিষদ।

গতকাল মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে সুনামগঞ্জের মল্লিকপুর বাসস্ট্যান্ড এলাকায় মানববন্ধন থেকে এই কর্মসূচি ডাক দেন শ্রমিক পরিবহনের নেতৃবৃন্দ।

মানববন্ধনে পরিবহন শ্রমিকরা বলেন, সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে ৫ মাস আগে একটি এসি বাস ক্রয় করা হয়। শ্রমিকদের ক্রয়কৃত এসি বাসটি সুনামগঞ্জ-সিলেট সড়কে চলাচলে বাধা প্রদান করে বাস মালিক সমিতি। বাস চলাচলে অনুমতি পেতে দীর্ঘদিন ধরে সংশ্লিষ্টদের কাছে ধর্ণা দিয়ে আসলেও উপেক্ষিত থাকছে দাবিটি। ফলে আগামীকাল থেকে সড়ক পরিবহন ঐক্য পরিষদের ডাকে লাগাতার কর্মবিরতি পালনের সিদ্ধান্ত নিয়েছেন জেলার ছয়টি পরিবহণ সংগঠন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ পরিবহণ ঐক্য পরিষদের সভাপতি ফয়জনূর আহমেদ, সুনামগঞ্জ বাস মিনিবাস ইউনিয়নের সাধারণ সম্পাদক নুরুল হক, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জসীম উদ্দিন, ট্রাক শ্রমিক সমিতির সভাপতি আল আমীন, লেগুনা সমিতির সাধারণ সম্পাদক আব্দুল খালিক প্রমুখ।