• ফেব্রুয়ারি ২২, ২০২৫
  • মৌলভীবাজার
  • 2
ওষুধ কোম্পানি থেকে ৬৬ লাখ টাকা লুট!

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারে দেশীয় অস্ত্রের মুখে ৬৬ লক্ষ টাকা লুট করে নিয়েছে ৩ দুর্বৃত্বরা। এসময় আরো দেড় ভরি সোনা ও নগদ ১২ হাজার টাকাও নিয়ে গেছে তারা।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে শহরের বনবিথি এলাকায় সৈয়দ বদরুজ্জামান ভবনে বেক্সিমকো ওষুধ কোম্পানির ডিপোতে এ ঘটনা ঘটে।

বেক্সিমকো ঔষধ কোম্পানির ডেপুটি ম্যানেজারের রেজা মিয়া জানান, গত শুক্রবার রাতে কোম্পানীর ডিপোর সেটে আমাদের ৭ জন কর্মচারীসহ ১৩জন লোক কাজ করছিল। হঠাৎ রাত অনুমানিক ৩টার দিকে ৩ জন দুর্বৃত্ব দেশীয় অস্ত্র নিয়ে প্রথমে বাইরে থাকা দারোয়ানকে জিম্মি করে ফেলে। এরপর ডিপোর ভেতরে প্রবেশ করে বাকীদেরও জিম্মি করে ডিপোর গেটের তালা ভেঙে তৃতীয় তলায় আমার কক্ষের ভেতর সবার হাত-পা বেঁধে ফেলে। পরে তারা দ্বিতীয় তলায় অফিসের লোহার লকার ড্রিল মেশিন দিয়ে ভেঙে নগদ ৬৬ লাখ টাকা নিয়ে যায়। এ সময় আমার রুম থেকে আমার স্ত্রীর দেড় ভরি সোনা ও নগদ ১২ হাজার টাকা নিয়ে যায় বলে ম্যানেজার জানান। লুট করে চলে যাওয়ার সময় সিসি ক্যামেরার হার্ডডিস্ক নিয়ে যায়।

মৌলভীবাজারের পুলিশ সুপার এ কে এম জাহাঙ্গীর হোসেন গণমাধ্যমকে জানান, ৩জন লোক এত মানুষকে জিম্মি করে এত বড় একটি ঘটনা ঘটিয়েছে। এটা আমাদের কাছে রহস্যজনক মনে হচ্ছে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি এবং এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে এসপি জানান।