- মার্চ ৮, ২০২৫
- লিড নিউস
- 4

হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জে ‘ডেভিল হান্ট’ অভিযানের ২৭ দিনে আওয়ামী লীগের ৩২ জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। শিক্ষক-জনপ্রতিনিধিও রয়েছেন গ্রেপ্তারের তালিকায়।
গত ৮ ফেব্রুয়ারি থেকে গতকাল শুক্রবার (৭ মার্চ) পর্যন্ত সেনাবাহিনী, র্যাব ও পুলিশ জেলার ৯ উপজেলায় আলাদাভাবে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
এর মধ্যে হবিগঞ্জ সদর উপজেলায় ৮ জন, নবীগঞ্জ ও শায়েস্তাগঞ্জে ৫ জন করে, বানিয়াচংয়ে ৪ জন, বাহুবল ও লাখাইয়ে ৩ জন করে, মাধবপুরে ২ জন এবং চুনারুঘাট ও আজমিরীগঞ্জ উপজেলায় ১ জন করে।
হবিগঞ্জ জেলা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে হামলার অভিযোগ রয়েছে। বেশিরভাগই ৯টি থানায় দায়ের হওয়া মামলায় এজাহারভুক্ত। তাদের মধ্যে দুইজনকে বিদেশে পালানোর সময় বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়। বাকিদের গ্রেপ্তার করা হয়েছে আলাদাভাবে অভিযান চালিয়ে।
হবিগঞ্জ সদর
উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি আমজাদ আলী, গোপায়া ইউনিয়ন আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক সাদেকুর রহমান, লস্করপুর ইউনিয়ন যুবলীগ সাংগঠনিক সম্পাদক সেলিম মিয়া, রামপুর গ্রামে ফারকুল ইসলামের ছেলে আওয়ামী লীগ সমর্থক শরীফ উদ্দিন, সোহাগ মিয়া, হবিগঞ্জ পৌরসভার দিয়ানত রাম সাহার বাড়ির দেওয়ান রানা, ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মানিক মিয়া ও পৌর ছাত্রলীগ সহ সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান ইশান।
নবীগঞ্জ
উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল, কুর্শি ইউপি সদস্য ও ইউনিয়ন কৃষক লীগ সভাপতি দিলবাহার আহমেদ, আউশকান্দি ইউপি সদস্য ও ৪নম্বর ওয়ার্ড যুবলীগ সভাপতি ইকবাল হোসেন, কুর্শি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান তৌফিক ও করগাঁও ইউনিয়ন যুবলীগ আহ্বায়ক আব্দুল কদ্দুছ সাগর।
বানিয়াচং
সাবেক তিনবারের এমপি আব্দুল মজিদ খান, ২ নম্বর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আহমদ হোসেন লস্কর, সাবেক এমপি ময়েজ উদ্দিন শরীফ রুয়েলের ব্যক্তিগত সহকারী (পিএ) জামাল হোসেন এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাসিদুল হোসেন।
মাধবপুর
ছাতিয়াইন ইউনিয়ন ছাত্রলীগ যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান ও মাধবপুর পৌর যুবলীগ সাংগঠনিক সম্পাদক পরিতোষ মালাকার।
চুনারুঘাট
উপজেলার গোলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বশির আহমেদ।
বাহুবল
লামাতাশী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি লুৎফুর রহমান ফুল মিয়া, উপজেলা ছাত্রলীগ সহ সভাপতি আল সায়েম শালিক ও সাধারণ সম্পাদক ঈমান আলী
আজমিরীগঞ্জ
উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি আলী আমজাদ তালুকদার।
লাখাই
মোড়াকরি ইউনিয়ন আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মোজাহিদ মিয়া, করাব ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মো. বেনু মিয়া ও বামৈ ইউনিয়নের ভাদিকারা গ্রামের রেনু মিয়ার ছেলে সুমন মিয়া।
শায়েস্তাগঞ্জ
পৌর আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক ও সাংবাদিক কামরুজ্জামান আল রিয়াদ, সাবাসপুর গ্রামের উস্তার মিয়া, নিশাপট গ্রামের মো. সোহাগ মিয়া, নিশাপট গ্রামের আব্দুর রহিম সবুজ ও কাশিপুর গ্রামের অনু মিয়ার ছেলে আওয়ামী লীগ সমর্থক মো. আব্দুস সালাম।
এই ৩২ জনের মধ্যে হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি আমজাদ আলী সৌদি আরবে যাওয়ার সময় এবং আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি আলী আমজাদ তালুকদার আমেরিকা যাওয়ার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তার হন।