- মার্চ ১২, ২০২৫
- শীর্ষ খবর
- 4

সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের হাওর রক্ষা বাঁধের কাজ শেষ, জেলা প্রশাসনের এমন দাবি প্রত্যাখ্যান করে সংবাদ সম্মেলন করেছে হাওর বাঁচাও আন্দোলন।
বুধবার (১২ মার্চ) দুপুরে শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যাতি পাবলিক লাইব্রেরিতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে হাওর নেতারা দাবি করেন, চলতি বছর সুনামগঞ্জের হাওরের ধান রক্ষায় ৫৮৭ কিলোমিটার বাঁধ নির্মাণের জন্য ১২৭ কোটি টাকা বরাদ্দে ৬৮৬টি প্রকল্পের কাজ গত ১৫ ডিসেম্বর শুরু হয়। যা গত ২৮ ফেব্রুয়ারি শেষ হওয়ার কথা থাকলেও জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড গোপনে কাজের মেয়াদ আরোও ১০ দিন বাড়ায়। গত রোববার (৯ মার্চ) জেলার হাওর রক্ষা বাঁধের কাজ শতভাগ শেষ হয়েছে দাবি করে ‘ডিসি সুনামগঞ্জ’ নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রচারণা চালানো হয়।
নেতৃবৃন্দ বলেন, এ প্রচারণা মোটেও সঠিক নয়। আমরা গত দুদিন আগেও জেলার বিভিন্ন হাওর ঘুরে দেখেছি জেলার প্রতিটি উপজেলায় এখনও বেশিরভাগ বাঁধের কাজ শেষ হয়নি। তাই জেলা প্রশাসনের বাঁধ নিয়ে এমন মিথ্যা তথ্য আমরা প্রত্যাখান করছি। পাশাপাশি এই বছরের হাওরের ধান ঘরে তোলা নিয়ে আমরা শঙ্কায় আছি।
সংবাদ সম্মেলনে হাওর বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিজন সেন রায়, জেলা কমিটির সভাপতি ইয়াকুব বখত বাহলুল প্রমুখ বক্তব্য রাখেন।
এ বিষয়ে জানতে সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়াকে ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মামুন হাওলাদার বলেন, ‘হাওরে শতভাগ মাটির কাজ শেষ হয়েছে, সেটিই জেলা প্রশাসক উনার অফিসিয়াল আইডি থেকে প্রচার করেছেন। তবে হাওরে শুধু এখন ঘাস লাগানো বাকি রয়েছে। সেটাও দুই এক দিনের ভেতর সম্পন্ন হয়ে যাবে।’