• জুলাই ৬, ২০২০
  • জাতীয়
  • 526
পাকিস্তানের জেলে থাকা ৮ বাংলাদেশির শাস্তির মেয়াদ শেষ: পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্কঃ পাকিস্তানের জেলে থাকা ৮ বাংলাদেশি নাগরিকের শাস্তির মেয়াদ শেষ হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন। ফ্লাইট পেলেই তারা দেশে ফিরতে পারবেন বলে জানান তিনি।

সোমবার (৬ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী।

ড. মোমেন বলেন, ওমান সাগর থেকে মাছ ধরতে ধরতে ৮ বাংলাদেশি জেলে পাকিস্তানের জলসীমায় প্রবেশ করেন। সে সময় পাকিস্তানের নৌবাহিনী তাদের আটক করে। এটা গত অক্টোবর মাসের ঘটনা। আমরা পরে তাদের খোঁজখবর নেই।

পাকিস্তানের কারগারে অন্তরীণ থাকা ওই ৮ নাগরিকের শাস্তির মেয়াদ শেষ হয়ে গেছে। এখন ফ্লাইট পেলে তারা দেশে ফিরতে পারবেন বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।