- এপ্রিল ১৭, ২০২৫
- শীর্ষ খবর
- 8

নিজস্ব প্রতিবেদক: নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পোষ্টার/লিফলে ছাপিয়ে সরকার বিরোধী প্রচারনার দায়ে দেশ বিরোধী মামলার আসামি আজহারুল ইসলাম চৌধুরীকে (৪২) গ্রেপ্তার করেছে সিলেট কোতোয়ালি থানা পুলিশ। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাত ৯টায় সিলেট নগরীর বন্দরবাজার এলাকার করিমউল্লাহ মার্কেট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে গত ৫ ফেব্রুয়ারি সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ (সংশোধনী- ২০১৩) এর ১০,১১,১২,১৩ ধারায় সিলেট কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন এই থানার এস আই (নি.) মো. আতিকুজ্জামান জুনেল।
মামলার এজাহারে বলা হয়, গত ৫ ফেব্রুয়ারি মামলার বাদী সঙ্গীয় ফোর্সসহ দিবাকালীন সিয়েরা-১ ডিউটি করাকালে নয়াসড়ক পয়েন্টে অবস্থান করছিলেন। এসময় গোপন সূত্রে খবর পানজিন্দাবাজার রাজা ম্যানশনের ২য় তলায় ইজি কম্পিউটার নামীয় দোকানের ভিতর নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্ররীগের বিভিন্ন বই, পোষ্টার/ লিফলেট নিজ হেফজতে রেখে সিলেট শহরের বিভিন্ন এলাকায় বিতরনের মাধ্যমে সরকারের বিরুদ্ধে প্রচার প্রচারনার অপচেষ্টা করছে। এই সংবাদ পেয়ে রাজা ম্যানশনের ২য় তলায় অভিযান পরিচালনা করে মামলার ১ নং আসামি সালমান আহমদকে (৩৮) করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্য অনুযায়ী তাকে সঙ্গে নিয়ে লালা দিঘির পাড় এলাকা থেকে মামলার ২নং আসামি শহিদুল ইসলাম (৪০) ও ৩নং আসামি জাবিরুল ইসলামকে (২৪) আটক করা হয়। এসময় তারা ‘ শেখ হাসিনাতেই আস্থা লিখা ও শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা ও আনোয়ারুজ্জামান চৌধুরীর পোস্টার ও ব্যানার ছাপানোর তিনটি প্রিন্টিং প্লেইট জব্দ করেন।
কোতোয়ালি মডেল থানার ওসি মো. জিয়াউল হক জানান, আজহারুল ইসলাম দেশ,সন্ত্রাস বিরোধী আইনের একটি মামলার ৪ নাম্বার আসামি। তাকে বৃহস্পতিবার করিমউল্লাহ মার্কেট থেকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার তাকে আদালতে পাঠানো হবে। এর আগে এই মামলার আরও তিনজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।