- এপ্রিল ১৯, ২০২৫
- শীর্ষ খবর
- 6

হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জে জায়গা নিয়ে বিরোধের জের ধরে সামাদ উল্যা বাচ্চু (৪০) নামে এক বিএনপি নেতাকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন।
শনিবার (১৯ এপ্রিল) সকাল ১১টার দিকে জেলা সদর উপজেলার ভাটি শৈলজুড়া (গৈয়বপুর) গ্রামে এ ঘটনা ঘটে।
আহত সামাদ উল্যা গৈয়বপুর গ্রামের প্রয়াত ইউসুফ উল্যার ছেলে এবং রাজিউড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি।
জানা যায়, গৈয়বপুর জামে মসজিদের ১৮ শতক জায়গা নিয়ে স্থানীয় আব্দুল আলীর লোকজনের সঙ্গে মসজিদ কমিটির সভাপতি মামুন মিয়াদের বিরোধ ছিল। এরই জের ধরে শনিবার দুপক্ষের লোকজন সংঘর্ষে জড়ায় এবং প্রতিপক্ষের লোকজন সামাদ উল্যার মাথায় কুপিয়ে জখম করে। এ সময় হৃদয় মিয়া (২০), আজিজ উল্যাসহ (৮০) উভয়পক্ষের আরও কয়েকজন আহত হয়েছেন। আহতদের তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক সামাদ উল্যাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শাহাবুদ্দিন শাহিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছি। আহত ব্যক্তির পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হবে।