• জুন ১, ২০২৩
  • সিলেট
  • 31
সিলেটে চাঁদা না দেওয়ায় আবাসন ব্যবসায়ী আজিজের উপর সন্ত্রাসীদের হামলা

নিজস্ব প্রতিবেদকঃসিলেটে নগরীতে চাঁদা না দেওয়ায় আজিজ বক্স নামে এক আবাসন ব্যবসায়ীর উপর অতর্কিত হামলা করেছে সশস্ত্র সন্ত্রাসীরা।

আজ বৃহস্পতিবার (১ জুন) সকালে নগরীর টিলাগর মোড় এলাকায় ঘটনা ঘটেছে। গুরুতর আহতাবস্থায় তাকে নগরীর ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত ব্যবসায়ী বক্স ডেভলাপমেন্ট কোম্পানী লিমিটেডের স্বত্বাধিকারী।

তিনি সিলেটের এমসি কলেজ রোর্ড টিলাগড়ে নতুন একটি আবাসন প্রকল্প শুরু করেন।
আহত ব্যবসায়ী ও স্থানীয় সূত্রে জানা গেছে, আবাসন ব্যবসায়ী আজিজের কাছে আজাদ গ্রুপের সদস্য সন্ত্রাসী কালা ফারুকসহ প্রায় ১০ থেকে ১২ জন সন্ত্রাসী অগ্নিঅস্ত্রসহ আবাসন প্রকল্পে এসে ৫ কোটি টাকা চাঁদা দাবি করেন। এসময় প্রকল্পের শ্রমিকদের মারধর করে কাজ বন্ধ করার জন্য।

এ ঘটনার পর ভুক্তভোগী আজিজ প্রকল্পের শ্রমিকদের নিরাপত্তার কথা চিন্তা করে থানায় একটি সাধারণ ডায়েরি করেন। কিছুদিন পর সন্ত্রাসী আজাদ গ্রুপের সদস্য সন্ত্রাসী কালা ফারুক তার এক সহযোগিকে নিয়ে আজিজের প্রকল্পে এসে কাজ বন্ধ করার জন্য হুমকি দিতে থাকে। এসময় প্রজেক্ট ম্যানাজার রাজন আহমদ তাদের সঙ্গে কথা বলতে গেলে তাকেও মারধর করেন। একপর্যায়ে প্রকল্পের শ্রমিকরা অতিষ্ঠ হয়ে সন্ত্রাসী কালা ফারুক ও তার সহযোগীকে ধরে বেধে পুলিশের হাতে তুলে দেয়।

এ ঘটনার পর আজিজ বক্স শাহপরান থানায় গিয়ে নিজে বাদী হয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে একটি চাঁদাবাজির মামলা দায়ের করেন। কিন্তু সন্ত্রাসী আজাদ তার ক্ষমতা বলে কালা ফারুক ও তার সহযোগিকে ২ দিন পর আদালত থেকে জামিনে নিয়ে আসেন।

 

আজ বৃহস্পতিবার (১ জুন) সকালে ব্যবসায়ী আজিজ প্রজেক্টে যাওয়ার পথে টিলাগর পয়েন্টে সশস্ত্র সন্ত্রাসীরা তাকে মারধর করে অচেতন করে রাস্তায় ফেলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নগরীর ওয়েসিস হাসপাতালে ভর্তি করেন।

 

সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত ব্যবসায়ীর পক্ষ থেকে এখনও থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ দায়ের করা হলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।