• মে ৩, ২০২৫
  • শীর্ষ খবর
  • 2
সিলেটে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

নিউজ ডেস্কঃ সিলেটে ফ্যাসিস্ট আওয়ামী লীগের অংগসংগঠন যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৩ মে) ভোরে দক্ষিণ সুরমার বরেইকান্দি এলাকা থেকে ওসমান আলীকে গ্রেপ্তার করে পুলিশ।

এ ছাড়া জালালাবাদ থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার হন শফিকুর রহমান।

গ্রেপ্তারকৃত ওসমান আলী সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার উমর আলীর ছেলে ও শফিকুর রহমান সিলেট সদর উপজেলার ফতেহপুর গ্রামের তাহের আলীর ছেলে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত মো.ওসমান আলীর বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় কোতোয়ালি থানায় দায়ের করা বিস্ফোরক আইনের একটি মামলার (নং-০৭(১০)২৪) আসামি। এ ছাড়া গ্রেপ্তারকৃত শফিকুর রহমান সিলেট মহানগরীর আট নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি। তার নামেও মামলা রয়েছে।