- মে ৮, ২০২৫
- শীর্ষ খবর
- 3

সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের ছাতক উপজেলায় বজ্রপাতে মুজিবুর রহমান (১৬) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৮ মে) সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত মুজিবুর একই উপজেলার বাসিন্দা এবং স্থানীয় একটি স্কুলের শিক্ষার্থী।
তার চাচাতো ভাই মুহিবুর রহমান জানান, সকালে বৃষ্টির মধ্যে নিজ বাড়ির পাশের একটি এলাকায় মাছ ধরতে গেলে বজ্রপাতে ঘটনাস্থলেই প্রাণ হারায় মুজিবুর।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য অনুমতি দেওয়া হয়েছে।