• জুন ২১, ২০২৫
  • শীর্ষ খবর
  • 127
হবিগঞ্জে পৌর আওয়ামী লীগ সভাপতি শাহ সেলিম গ্রেপ্তার

হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুর পৌর আওয়ামী লীগের সভাপতি শাহ সেলিম (৫৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২০ জুন) সন্ধ্যায় মাধবপুর পৌরসভার মাইক্রোস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

অভিযানটি পরিচালনা করেন মাধবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শাহনূর এর নেতৃত্বে পুলিশের একটি দল।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ৪ আগস্ট ছাত্র জনতার ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলার তদন্তে শাহ সেলিমের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। সেই অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারের পর এলাকায় রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।