• জুলাই ২, ২০২৫
  • লিড নিউস
  • 2
সিলেটে দাবি না মানলে, সর্বাত্মক পরিবহণ ধর্মঘটের হুমকি

নিউজ ডেস্কঃ পাঁচ দফা দাবি আদায়ে আন্দোলন জোরদার করেছে সিলেটের সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। সংগঠনটি সরকারকে ৪ জুলাইয়ের মধ্যে দাবিগুলোর বাস্তবায়নের সময়সীমা বেঁধে দিয়ে হুঁশিয়ারি দিয়েছে-সেই সময়ের মধ্যে দাবি না মানা হলে ৫ জুলাই থেকে সিলেট জেলায় সর্বাত্মক পরিবহন ধর্মঘট পালন করা হবে।

বুধবার (২ জুলাই) দুপুরে নগরীর কোর্ট পয়েন্টে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে এ ঘোষণা দেওয়া হয়। সমাবেশে সিলেটের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী সংহতি প্রকাশ করেন এবং আন্দোলনকারীদের পাশে থাকার আশ্বাস দেন।

তিনি বলেন, ‘এই দাবিগুলো ন্যায্য ও যৌক্তিক। সরকারের উচিত দ্রুত ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া, না হলে সিলেটের অর্থনীতি অচল হয়ে পড়বে।’

৫ দাবিগুলো হলো- পাথর কোয়ারি খুলে দেওয়া, ক্রাশার মেশিন ধ্বংস বন্ধ, পাথর পরিবহনকারী ট্রাক আটকের অবসান, চালকদের হয়রানি ও নির্যাতন বন্ধ, সিলেটের জেলা প্রশাসকের অপসারণ

সমাবেশে বক্তারা বলেন, সরকার দীর্ঘদিন ধরে বিষয়গুলো উপেক্ষা করে আসছে। ফলে শ্রমিক-মালিকরা পাথর পরিবহনে মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন। প্রশাসনের একতরফা সিদ্ধান্ত ও জিরো টলারেন্স নীতির নামে চলমান অভিযান বন্ধ না হলে, তারা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে যেতে বাধ্য হবেন। এর দায় সরকারকেই নিতে হবে।

বিক্ষোভ সমাবেশে সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন পেশাজীবী, সামাজিক সংগঠন এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অন্যদিকে জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ এ অভিযোগ অস্বীকার করে বলেন, ‘পাথর ক্রাশার মেশিনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে মন্ত্রণালয়ের নির্দেশে। আর সওজ তাদের জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করছে সড়ক প্রশস্তকরণের জন্য। এটি সরকারি দায়িত্ব পালনেরই অংশ।’ তিনি আরও বলেন, ‘হঠাৎ করে এ ধরনের কর্মসূচি দুঃখজনক ও উদ্দেশ্যপ্রণোদিত।’