• জুলাই ৩, ২০২৫
  • শীর্ষ খবর
  • 2
হবিগঞ্জে ঘরে ঢুকে স্কুলছাত্র খুন, আহত বড় ভাই

হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে জনি দাস (১৭) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছেন। একই ঘটনায় তার বড় ভাই জয় দাস গুরুতর আহত হয়ে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৩ জুলাই) ভোররাতে শহরের ডেমেম্বর এলাকায়। নিহত জনি হবিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাতে নির্দন দাসের বাড়িতে দুর্বৃত্তরা প্রবেশ করে। পরিবারের লোকজন বিষয়টি আঁচ করতে পারলে জনি এক জনকে ধরতে গেলে দুর্বৃত্তরা তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। ভাইকে বাঁচাতে এগিয়ে গেলে বড় ভাই জয় দাসকেও ছুরিকাঘাত করা হয়।

পরিবারের সদস্যরা দুই ভাইকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জনিকে মৃত ঘোষণা করেন। আহত জয় দাসকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘটনার পর স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাদের দাবি, এটি কেবল চুরি নয়, বরং পরিকল্পিত হত্যাকাণ্ড। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

হবিগঞ্জ সদর মডেল থানার ওসি (তদন্ত) সজল সরকার বলেন, ‘নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।’