- জুলাই ৮, ২০২৫
- শীর্ষ খবর
- 2

হবিগঞ্জ প্রতিনিধিঃ ভারতে অবৈধ অনুপ্রবেশ ও অবস্থানের দায়ে আটক ৮ বাংলাদেশিকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
মঙ্গলবার (৮ জুলাই) সকালে হবিগঞ্জের মাধবপুর উপজেলার মোহনপুর সীমান্তে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে এ হস্তান্তর সম্পন্ন হয়।
হস্তান্তর হওয়া ব্যক্তিরা হলেন-চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার হাকিমপুর গ্রামের শাহজাহান মিয়ার ছেলে মামুন মিয়া, একই গ্রামের বাবলু মিয়ার তিন ছেলে সোহেল মিয়া, শিহাব উদ্দিন ও রুবেল মিয়া, জমির উল ইসলামের ছেলে রাকিবুল ইসলাম, নুরুল ইসলামের ছেলে শাকিল মিয়া, রহুল আমিনের ছেলে রিহান মিয়া এবং কালু মিয়ার ছেলে ইকবাল।
বিজিবির মাধবপুর উপজেলার ধর্মঘর সীমান্ত ফাঁড়ির নায়েক সুবেদার আবু সায়েদ জানান, কাজের সন্ধানে তারা দালালের মাধ্যমে কিছুদিন আগে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। পরে ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হন। হস্তান্তরের পর বিকেল ৩টার দিকে আটকদের মাধবপুর থানায় সোপর্দ করা হয়।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদ উল্লাহ বলেন, ‘আটকদের বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগে মামলা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাদের হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়। ’