• আগস্ট ৩, ২০২৫
  • বিজ্ঞপ্তি
  • 3
যুক্তরাষ্ট্র আগমন উপলক্ষে বিশিষ্ট রাজনীতিবিদ জনাব আমির হোসেনকে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সিলেট মহানগর শাখার সহ-সভাপতি ও ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি জনাব আমির হোসেন-এর যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে আয়োজিত হয়েছে এক বর্ণাঢ্য সংবর্ধনা ও মতবিনিময় সভা।

অনুষ্ঠানের আয়োজন করে জাতীয়তাবাদী দল ব্রংক্স পূর্ব-পশ্চিম, নিউইয়র্ক।

সভায় সভাপতিত্ব করেন নিউইয়র্ক মহানগর উত্তর বিএনপির সদস্য ও ব্রংক্স ব্যুরো পূর্ব বিএনপির আহ্বায়ক মোঃ লিয়াকত আলী এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্রংক্স ব্যুরো পশ্চিম বিএনপির সদস্য সচিব দোলাল রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু।
গেস্ট অব অনার ছিলেন নিউইয়র্ক মহানগর উত্তর বিএনপির সভাপতি আহবাব চৌধুরী খোকন এবং প্রধান বক্তা ছিলেন নিউইয়র্ক মহানগর উত্তর বিএনপির সাধারণ সম্পাদক ফয়েজ চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন আনোয়ার জাহিদ (সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক), এবং আনোয়ার আলম ভূঁইয়া (আহ্বায়ক, ব্রংক্স ব্যুরো বিএনপি পশ্চিম)।

সভায় বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমান সাবু, নিউইয়র্ক মহানগর উত্তর বিএনপির নেতা মাহবুব আহমেদ চৌধুরী, নিউইয়র্ক বিএনপির নেতা আব্দুর রহিম, আব্দুল আহাদ হেলাল, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা শাহ কামাল, পশ্চিমের যুগ্ম আহ্বায়ক খন্দকার আব্দু বাকী, আক্তার খান রাজু, যুক্তরাষ্ট্র যুবদল নেতা শাহবাজ আহমেদ, আশিকুল হক, সুলতান মাহমুদ সিদ্দিকী প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে জনাব আমির হোসেন-এর দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ, নিষ্ঠা, এবং নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। তাঁরা বলেন, তৃণমূল রাজনীতি থেকে উঠে এসে দলীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের মাধ্যমে তিনি দলকে সুসংগঠিত করেছেন। শুধু রাজনৈতিক অঙ্গনেই নয়, একজন সফল ব্যবসায়ী হিসেবেও ব্যবসায়ীদের প্রতিনিধিত্ব করে আসছেন দীর্ঘদিন ধরে। বক্তারা দলের ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন এবং সুবিধাবাদীদের দল থেকে দূর করার বিষয়ে গুরুত্বারোপ করেন। পাশাপাশি প্রবাসে বিএনপির কার্যক্রমকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেন।

সমাপনী বক্তব্যে সংবর্ধিত অতিথি জনাব মোঃ আমির হোসেন বলেন, “আমার মতো একজন সাধারণ কর্মীকে এভাবে সংবর্ধনা দেওয়া আমাকে অভিভূত করেছে। আমি নিউইয়র্ক মহানগর উত্তর বিএনপির সকল নেতৃবৃন্দ ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞ।”
তিনি ভবিষ্যতে দেশে ফিরে এসে দলীয় প্রয়োজনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

উপস্থিত নেতৃবৃন্দ আগামী দিনের দলীয় আন্দোলন ও সংগঠনের কার্যক্রমে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত, সুশৃঙ্খল ও সফল