- আগস্ট ১৪, ২০২৫
- জাতীয়
- 3

নিউজ ডেস্কঃ সিলেটের ভোলাগঞ্জ এলাকা থেকে অবৈধভাবে উত্তোলিত প্রায় ৩০ থেকে ৪০ হাজার ঘনফুট পাথর কাঁচপুরে মজুত রাখা অবস্থায় জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১১)। অভিযানটি চালানো হয় বুধবার (১৪ আগস্ট) রাত সাড়ে ৮টায়।
র্যাব-১১ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোলাগঞ্জ এলাকা থেকে সংগ্রহ করা এসব পাথর কাঁচপুরে অবৈধভাবে রাখা হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে র্যাব এসব পাথর জব্দ করেছে।
তথ্য মতে, স্থানীয় প্রশাসনের নির্লিপ্ততা এবং রাজনৈতিক ছত্রছায়ার সুযোগ নিয়ে ‘পাথর খেকোচক্র’ বিভিন্ন সময়ে সাদাপাথরের পাথর রাতের আঁধারে বা কখনও প্রকাশ্যে লুট করেছে। দিনে দিনে এই পাথর ট্রাকে ভরিয়ে সিলেটের বাইরে বিভিন্ন স্থানে স্থানান্তরিত করা হতো। জব্দ হওয়া পাথরের একটি অংশ ইতোমধ্যে কাঁচপুরের পাথর ক্রাশিং জোনে রাখা হয়েছিল।
গত বছরের ৫ আগস্টের পর থেকে স্থানীয় রাজনৈতিক দলগুলো—জামায়াত, বিএনপি, এনসিপি এবং চরমোনাই পীর সৈয়দ ফজলুল করিমসহ অন্যান্যরা—সরকারের কাছে বারবার পাথর কোয়ারি পুনরায় চালুর দাবি জানিয়েছে। মানববন্ধন, সংবাদ সম্মেলন এবং ধর্মঘটসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তারা এই দাবিকে সামনে এনেছে। তবে সরকারের কিছু মহল পাথর উত্তোলনকে সিলেটে বন্যার সঙ্গে যুক্ত করার হাস্যকর যুক্তি ব্যবহার করেছে।
র্যাবের অভিযানের মাধ্যমে এবার লুটপাট করা পাথরের বড় অংশ উদ্ধার হয়েছে। র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযান চলাকালীন সময়ে কোনও সংঘর্ষ বা নাশকতার ঘটনা ঘটেনি। উদ্ধারকৃত পাথর বর্তমানে নিরাপদ স্থানে রাখা হয়েছে।
এই অভিযানের ফলে সাদাপাথরের অবৈধ লুটপাটের চক্রে বড় ধাক্কা লেগেছে। র্যাব আরও সতর্ক করেছে, ভবিষ্যতেও অবৈধভাবে পাথর উত্তোলন বা মজুত রাখার অভিযোগের প্রতি কঠোর নজর রাখা হবে।
স্থানীয় পর্যবেক্ষকরা মনে করছেন, এ ধরনের অভিযান শুধু লুটপাট রোধই নয়, বরং স্থানীয় পর্যটনকেন্দ্র সাদাপাথরের নিরাপত্তা ও পর্যটন পুনরুদ্ধারের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।