- সেপ্টেম্বর ২, ২০২৫
- শীর্ষ খবর
- 2

নিউজ ডেস্কঃ সিলেটের কানাইঘাট উপজেলায় সুরমা নদীতে নৌকা ডুবে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। নিখোঁজ হওয়া ওই ব্যক্তি উপজেলার ফালজুর গ্রামের বাসিন্দা ধলাই মিয়া (৬৫)।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ঝিংগাবাড়ী ঘাটে সুরমা নদীতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কানাইঘাট উপজেলার ঝিংগাবাড়ী ঘাট এলাকায় সুরমা নদীতে নৌকা দিয়ে নদী পার হচ্ছিলেন ধলাই মিয়া। এসময় নৌকাটি উল্টে গিয়ে পানিতে তলিয়ে যায় সাথে সাথে নৌকার মাঝি ধলাই মিয়াও পানিতে তলিয়ে যান। ধলাই মিয়া ওই নৌকার মাঝি ছিলেন বলে জানান স্থানীয়রা। ধলাই মিয়ার সন্ধানে ফায়ার সার্ভিসের ডুবুরি দল সুরমা নদীতে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল নিখোঁজের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে আমাদের পুলিশ টিম ঘটনাস্থলে গিয়েছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দলও সন্ধান শুরু করেছে। ছোট একটি ডিঙি নৌকা নিয়ে ওই বৃদ্ধ নদী পার হচ্ছিলেন। হঠাৎ নৌকা উল্টে গিয়ে তিনি নিখোঁজ হন।’