• সেপ্টেম্বর ৫, ২০২৫
  • শীর্ষ খবর
  • 2
ইলিশ আহরণ কমছে : সিলেটে ফরিদা আখতার

নিউজ ডেস্কঃ মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন নদী দূষণসহ বিভিন্ন কারণে ইলিশ আহরণ কমছে। এবার ৩৮ থেকে ৪৮ শতাংশ পর্যন্ত ইলিশ আহরণ কমেছে।

তিনি বলেন, মেঘনা দূষণ ও আবহাওয়া পরিবর্তনের কারণে গরম বাড়ছে। তারেই প্রভাব পড়েছে ইলিশে।

শুক্রবার সকালে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে তিনদিনব্যাপী ইন্টারন্যাশনাল কনফারেন্স অন সাসটেইনেবল ফিসারিজ এর উদ্বোধনকালে এসব তথ্য জানান তিনি।

কনফারেন্সে দেশ বিদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, গবেষণা প্রতিষ্ঠানের ৬ শতাধিক শিক্ষক, গবেষক ও মৎস্য বিজ্ঞানী অংশ নেন।

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, ইলিশ আমাদের জাতীয় মাছ। সাধারণ মানুষের পাতে যাতে ইলিশ পড়ে, সেটা নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, মৎস্য সম্পদ উন্নয়নে কাজ করতে হবে। আমাদের মৎস্যজীবীরা কখনো ক্ষতিকারক জাল ব্যবহার করেন না। অমৎস্যজীবীরা তা করতে পারে।

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিসারিজ বিভাগের ডিন প্রফেসর ড. নির্মল চন্দ্র রায়ের সভাপতিত্বে কনফারেন্সে চীফ পেট্রন হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম।

অতিথিরা মৎস্য সম্পদের উন্নয়নে গবেষণার বিকল্প নেই বলে জানান। কনফারেন্সে কী নোট স্পীকার ছিলেন বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির মেরিন ফিসারিজ অ্যান্ড এগ্রিকালচার বিভাগের প্রফেসর ড. মো. আবদুল ওয়াহাব।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী, মৎস্য গবেষণা ইনস্টিটিউটের ডিজি অনুরাধা ভদ্র, সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী।