- অক্টোবর ৫, ২০২৩
- সিলেট
- 6

- নিজস্ব প্রতিবেদক: সিলেট নগরীর সুবিদবাজার এলাকায় ব্যবসায়ী আব্দুল্লা আল মামুন ও তার প্রতিষ্ঠানের ম্যানেজার রাজু
আহমেদের উপর সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালিয়েছে। দুই জনের মধ্যে আব্দুল্লা আল মামুনের অবস্থা আশঙ্কাজনক বলে প্রাথমিকভাবে জানা গেছে।
আজ বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকালে মামুন আইটি এন্ড ইংলিশ ট্রেনিং সেন্টারে এ ঘটনা ঘটে। গুরুতর আহত
অবস্থায় তাদেরকে নগরীর ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে রয়েছেন প্রতিষ্ঠানটির
স্বত্বাধিকারী আব্দুল্লা আল মামুন এবং ম্যানেজার রাজু আহমেদ।
স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল্লা আল মামুন ও চাদনি আক্তারের মধ্যে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু চাদনির মতামত ছাড়াই তার মামা মোঃ বাদল নারায়ণগঞ্জের বর্তমান এমপি শামীম উসমানের ভাগিনা রাকিবের সাথে তার বিয়ে ঠিক করেন। পরবর্তীতে চাদনি আক্তার ও আব্দুল্লা আল মামুন পালিয়ে গিয়ে সিলেটে বিয়ে করেন।
এ ঘটনায় রাকিব ক্ষুব্ধ হয়ে পূর্ব শত্রুতার জের ধরে এই হামলার সাথে যুক্ত থাকতে পারে বলে স্থানীয়রা ধারণা করছেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সেলিম হোসেন জানান,
হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে আহতদের পক্ষ থেকে এখনও কোনো লিখিত অভিযোগ
পাওয়া যায়নি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।