• সেপ্টেম্বর ২০, ২০২৫
  • জাতীয়
  • 5
বাংলাদেশসহ ৯ দেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা সংযুক্ত আরব আমিরাতের

নিউজ ডেস্কঃ সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ঘোষণা করেছে, নয়টি দেশের নাগরিকদের ওপর অস্থায়ী পর্যটন ও কর্ম ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই তালিকায় বাংলাদেশও অন্তর্ভুক্ত। নতুন নির্দেশনা ২০২৬ সালের জানুয়ারি থেকে কার্যকর হবে।

দেশটির অভিবাসন কর্তৃপক্ষ জানিয়েছে, নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশগুলো হলো: আফগানিস্তান, লিবিয়া, ইয়েমেন, সোমালিয়া, লেবানন, বাংলাদেশ, ক্যামেরুন, সুদান ও উগান্ডা।

নিষেধাজ্ঞার কারণ হিসেবে ইউএই নিরাপত্তা উদ্বেগ, ভূ-রাজনৈতিক সম্পর্ক ও কোভিড-১৯ মহামারির প্রভাবকে উল্লেখ করেছে। তবে বিস্তারিত কারণ প্রকাশ করা হয়নি।

বর্তমানে এই নয়টি দেশ ছাড়া অন্যান্য দেশের নাগরিকরা পর্যটন ও কর্ম ভিসার জন্য আবেদন করতে পারবেন। ২০২৬ সালের জানুয়ারি থেকে নিষেধাজ্ঞা কার্যকর হলে ওই দেশগুলোর নাগরিকদের জন্য এই সুবিধা বন্ধ হয়ে যাবে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।