• সেপ্টেম্বর ২১, ২০২৫
  • শীর্ষ খবর
  • 20
হবিগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত

হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। তার নাম এসএম মিজানুল হক (৪০)। তিনি একটি সরকারি হাসপাতালের ইলেকট্রিশিয়ান হিসাবে কর্মরত ছিলেন।

রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার দেওরগাছ এলাকায় পুরাতন ঢাকা- সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিজানুল বানিয়াচং উপজেলার জাতুকর্ণপাড়া মহল্লার এসএম মেহরাজ মিয়ার ছেলে। তিনি বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি ইলেকট্রিশিয়ান পদে কর্মরত ছিলেন।

দুর্ঘটনায় আরও এক মোটরসাইকেলচালক গুরুতর আহত হয়েছেন। তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

চুনারুঘাট থানার উপপরিদর্শক (এসআই) আক্তার হোসেন জানান, দেওরগাছ এলাকায় মুখোমুখি সংঘর্ষে উভয় মোটরসাইকেলের চালক ও আরোহীরা গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিজানুলকে মৃত ঘোষণা করেন। অপর আহতদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এখনও আহতদের পরিচয় পাওয়া যায়নি।