- অক্টোবর ৭, ২০২৫
- লিড নিউস
- 1

নিউজ ডেস্কঃ সিলেটগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুতির ঘটনায় বাংলাদেশ রেলওয়ে একটি তদন্ত কমিটি গঠন করেছে।
শনিবার (৭ অক্টোবর) দুপুরে এই কমিটি গঠন করা হয়। এর আগে, সকালে সিলেটের মোগলাবাজার রেলস্টেশনের কাছাকাছি দুর্ঘটনা ঘটে। এ সময় ঢাকা-সিলেট রুটে ট্রেন চলাচল কয়েক ঘণ্টা বন্ধ থাকে এবং চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেসসহ একাধিক ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটে।
তদন্ত কমিটি গঠনের বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মোহাম্মদ নূরুল ইসলাম।
তিনি বলেন, রেলওয়ের ডিভিশনাল রেলওয়ে ম্যানাজারের নির্দেশে গঠিত চার সদস্যের তদন্ত কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
নূরুল ইসলাম আরও বলেন, দুর্ঘটনার পরপরই রেলওয়ের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে লাইন মেরামতের কাজ শুরু করে। সকাল সাড়ে ৯টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় কোনো প্রাণহানি ঘটেনি, তবে কয়েকজন যাত্রী হালকা আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
সিলেট রেলওয়ে সূত্রে জানা গেছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কমিটি কাজ শুরু করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রেনের ইঞ্জিনের পেছনের একটি কোচের চাকা লাইনচ্যুত হওয়ায় এই দুর্ঘটনা ঘটে। তবে রেলপথের ফাটল, সিগন্যাল ত্রুটি বা যান্ত্রিক গোলযোগ সব কিছুই খতিয়ে দেখা হবে বলে জানানো হয়েছে।