• অক্টোবর ১৭, ২০২৫
  • শীর্ষ খবর
  • 16
সিলেটে এইচএসসির ফল জেনে হৃদরোগে শিক্ষার্থীর মৃত্যু

নিউজ ডেস্কঃ এইচএসসি পরীক্ষার্থী এক বিষয়ে ফেল করার পর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান সিলেটের এক তরুণ। নিহত সাদি আহমেদ (১৭) সিলেট সিটি কর্পোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডের কদমতলীর স্বর্ণালী আবাসিক এলাকার ২০৫ নম্বর বাড়ির মৃত শামীম আহমেদের ছেলে।

গত বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ১টার দিকে এই ঘটনা ঘটে।

পরিবারের সদস্যরা জানান, সাদি এই বছর সিলেট মোদন মোহন কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন, যার ফলাফল বৃহস্পতিবার প্রকাশিত হয়েছিল।

সাদির বড় ভাই সানি আহমেদ জানান, ‘সাদি দুপুর ১ টার দিকে অনলাইনে তার ফলাফল দেখেন এবং পাস নম্বর নিশ্চিত করার জন্য একটি বিষয়ে ফেল করার পরপরই হৃদরোগে আক্রান্ত হন। তার চিৎকার শুনে আমরা সাদির ঘরে ছুটে যাই এবং তাকে বলতে দেখি যে তার বুকে প্রচণ্ড ব্যথা হচ্ছে। আমরা তাৎক্ষণিকভাবে একটি অ্যাম্বুলেন্স ডেকে সাদিকে সিলেটি এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাই, যেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর আনুমানিক আড়াইটার দিকে তার মৃত্যু হয়।’

এ বিষয়ে মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল হাবিব জানান, ‘নিহতের স্বজনরা ময়নাতদন্ত ছাড়াই মৃতদেহ দাফনের জন্য স্থানীয় প্রশাসনের অনুমতি নিয়েছেন। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া লাশ হস্তান্তর করা হয়েছে। থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।’