• নভেম্বর ১৩, ২০২৫
  • লিড নিউস
  • 6
সিলেটের ৬টি আসনের ধানের শীষের সমর্থনে প্রচার মিছিল

নিউজ ডেস্কঃ সিলেটের ৬টি আসনে ধানের শীষের সমর্থনে এক প্রচার মিছিল করেছেন সিলেট জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আলতাফ হোসেন সুমন। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বেলা ৩টার দিকে আলতাফ হোসেন সুমনের উদ্যোগে নগরীর রেজিস্টারি মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আম্বরখানায় গিয়ে শেষ হয়। মিছিলে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন। এর আগে রবিবার (৯ নভেম্বর) দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিগত সিলেট সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণ করায় দল থেকে জারি করা বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

সিলেটের ৬টি আসনে ধানের শীষের সমর্থনের পাশাপাশি তার বহিষ্কারাদেশ প্রত্যাহারে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে, ৩১ দফা বাস্তবায়ন, গুম হওয়া নেতা এম ইলিয়াস আলীসহ সকল নিখোঁজ নেতাকর্মীর সন্ধান দাবীতে প্রচার মিছিল করা হয়েছে বলে জানান আলতাফ হোসেন সুমন।

প্রচার মিছিলে উপস্থিত ছিলেন-বিএনপি নেতা সৈয়দ জয়নুল হক, গোলাপগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক এনামুল হক এনাম, ওসমানীনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রকিব আলী, জৈন্তাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল্লাহ ইলিয়াস, এমসি কলেজ ছাত্রদলের সভাপতি খান মো. সামী, গোয়াইনঘাট উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহমদ, সদস্য সচিব মোমিনুল হক, বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হোসেইন আহমদ প্রবেল, সদস্য সচিব ফাহিম আহমদ,গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক তানজিম আহাদ,বালাগঞ্জের আহবায়ক আবুল মাহমুদ,কোম্পানীগঞ্জের সদস্য সচিব ইকবাল হোসেনসহ সিলেট জেলার বিভিন্ন উপজেলা, কলেজ ও ইউনিটের নেতৃবৃন্দ।

মিছিল শুরুর আগে এক সমাবেশে কৃতজ্ঞতা জ্ঞাপন করে সুমন বলেন, ‘আমার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে আমাকে পুনরায় দলের অঙ্গনে কাজ করার সুযোগ দেওয়ার জন্য আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনেতা তারেক রহমান এবং দলের কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। এটি শুধু আমার প্রতি আস্থা নয়, বরং সিলেট জেলা ছাত্রদলসহ তৃণমূল নেতাকর্মীদের ত্যাগ-সংগ্রামের স্বীকৃতি।

তিনি আরও বলেন, ‘আমি প্রতিজ্ঞা করছি-দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও জনাব তারেক রহমানের নির্দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আমি সর্বশক্তি দিয়ে কাজ করে যাবো। আমরা দলের ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করবো এবং সিলেটসহ সারাদেশে সংগঠনকে আরও শক্তিশালী করবো।’

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানিয়ে তিনি বলেন, ‘সিলেটের সিংহপুরুষ জননেতা এম ইলিয়াস আলীসহ গুম হওয়া সকল নেতাকর্মীর সন্ধান দিতে হবে। গণতন্ত্র, মানবাধিকার ও ন্যায়বিচারের এই আন্দোলন থেমে থাকবে না, থামানোও যাবে না। ধানের শীষের বিজয়ই হবে দেশের মানুষের বিজয়।’