- নভেম্বর ১৭, ২০২৫
- শীর্ষ খবর
- 3
নিউজ ডেস্কঃ জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড দেওয়ায় সিলেটে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সিলেট জেলা ও মহানগর শাখা।
সোমবার (১৭ নভেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণ থেকে আনন্দ মিছিলটি বের হয়। পরে সেখানে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।
এ সময় এনসিপি নেতারা বলেন, জুলাই মাসের গণঅভ্যুত্থানের সময় মানবাধিকার লঙ্ঘনের যেসব অভিযোগ উঠেছিল, সেই অভিযোগের বিচার ও ঘোষিত দণ্ডকে আমরা স্বাগত জানাই। এই রায় দেশজুড়ে ন্যায়বিচার প্রতিষ্ঠার একটি নতুন দিগন্ত উন্মোচন করবে। অনতিবিলম্বে পলাতক আসামিদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করারও দাবি জানান তারা।
কর্মসূচিতে জেলা ও মহানগর এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
