- নভেম্বর ১৭, ২০২৫
- শীর্ষ খবর
- 3
সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জ-১ আসনে (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যবাজার) বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন দলের একাংশের নেতা–কর্মীরা।
সোমবার (১৭ নভেম্বর) বিকেলে তাহিরপুর উপজেলার তিনটি বাজারে এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন দলীয় মনোনয়নপ্রত্যাশী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুলের অনুসারীরা।
আসনটিতে বিএনপির প্রাথমিক মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনিসুল হক। তিনি কৃষক দলের জেলা আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদকও।
আনিসুল হককে মনোনয়ন দেওয়ায় নাখোশ হয়েছেন কামরুজ্জামান কামরুলের সমর্থকরা। দুজনের বাড়িই তাহিরপুরে এবং তৃণমূলে দুজনেরই শক্ত অবস্থান রয়েছে।
বিকেল থেকে তাহিরপুর সদর, বাদাঘাট ও নতুনবাজারে বিক্ষোভ মিছিল বের করেন কামরুলের অনুসারীরা। কর্মসূচি থেকে আসনটিতে দলীয় প্রার্থীর মনোনয়ন পুনর্বিবেচনা এবং কামরুজ্জামানকে মনোনয়ন দেওয়ার দাবি জানানো হয়। তাহিরপুর সদর বাজারে মিছিল শেষে শহীদ মিনারে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল, তাহিরপুর সদর ইউনিয়নের আহ্বায়ক সাইদুল কিবরিয়া, ইউপি সদস্য তোজাম্মিল হক, উপজেলা যুবদলের সদস্য সামরুল ইসলামসহ অন্য নেতারা।
এ বিষয়ে বিএনপি নেতা কামরুজ্জামান কামরুল বলেন, ‘দল থেকেই বলা হয়েছে এটি চূড়ান্ত মনোনয়ন নয়। মানুষের ভালোবাসা অনেক কিছু বদলে দিতে পারে। মাঠের খবর নিশ্চয়ই আমার নেতা ও দলের কাছে যাচ্ছে। আমি আশাবাদী, দল তৃণমূলের দাবি বিবেচনা করবে।’
