- নভেম্বর ২০, ২০২৫
- শীর্ষ খবর
- 3
নিউজ ডেস্কঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার (২০ নভেম্বর) হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদে সিলেট মহানগর বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় তারেক রহমানের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য, দেশ ও জাতির উন্নতি কামনা করে বিশেষ মোনাজাত করেন।
এসময় মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যে ভূমিকা রেখে চলেছেন, তা দেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে। তার নেতৃত্বে বাংলাদেশের গণতন্ত্র আরও সুসংহত হবে বলে আমরা বিশ্বাস করি। তিনি দেশবাসীর প্রাণে রয়েছেন।
সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, দলের সংকটকালীন তারেক রহমানই বিএনপিকে সুসংগঠিত করে রেখেছেন, তিনিই এখন বিএনপির প্রাণ।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- মহানগর বিএনপির সহ সভাপতি রহিম মল্লিক, মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল হক চৌধুরী, শুয়াইব আহমদ শোয়েব, আব্দুল ওয়াহিদ সুহেল, রেজাউল করিম আলো, সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, রফিকুল ইসলাম রফিক, যোগাযোগ বিষয়ক সম্পাদক ফয়েজ আহমদ মুরাদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক তাজ উদ্দিন মাসুম, ক্ষুদ্র ও কুটির শিল্পবিষয়ক সম্পাদক মিজান আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক সৈয়দ রহিম আলী রাসু, রেজাউর রহমান রুজন, জাহাঙ্গীর আলম জীবন, সহ অর্থ সম্পাদক আমলগীর হোসেন,সহ দপ্তর সম্পাদক আব্দুল মালেক, সহ যুব বিষয়ক সম্পাদক-রুবেল বক্স, সহ ছাত্র বিষয়ক সম্পাদক আব্দুল করিম জুনাক, সহ প্রকাশনা বিষয়ক সম্পাদক ও শাহপরান থানার সদস্য সচিব খুর্শেদ আহমদ খুশু, সদস্য মোঃ জমির উদ্দিন, সোহেল আহমদ, শাহজাহান আহমদ, নুরুল হক রাজু, ফরহাদ আহমদ, মোঃ হারুনুর রশিদ, ৩৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আল মামুন খান, দক্ষিণ সুরমা থানা বিএনপির সদস্য সচিব মকসুদ আহমদ।
