- নভেম্বর ২২, ২০২৫
- শীর্ষ খবর
- 3
নিউজ ডেস্কঃ হেমন্তকালের শুরু। তাই ঠাণ্ডা বাতাস ও কুয়াশায় শীতের আমেজ চলে এসেছে। শীতের আমেজ এসেছে সবজি বাজারেও। শীতকালীন শাকসবজিতে ভরপুর এখন সিলেটের বাজারগুলো। তবে শীতকালীন বেশিরভাগ সবজিই বিক্রি হচ্ছে চড়া দামে। ফুলকপি, বাঁধাকপি, শিম, টমেটো, নতুন আলু যাই কিনবেন সবকিছুরই দাম বেশি।
শুক্রবার সিলেট নগরীর রিকাবীবাজার, বন্দরবাজার, আম্বরখানা, মদীনামার্কেটসহ বেশ কয়েকটি এলাকার কাঁচাবাজারে দেখা যায় শীতকালীন শাকসবজি কেনাবেচা। সবজি বিক্রেতারা জানান চাহিদার চেয়ে সংগ্রহ কম হওয়ায় ও এখনো স্থানীয় শীতকালীন সবজি বাজারে না আসায় দাম বাড়তি। তবে ক্রেতারা বলছেন, বাজারে ভরপুর শাক-সবজি কিন্তু তারপরও বিক্রেতারা দাম ছাড়ছেন না।
শুক্রবার নগরীর কাঁচাবাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি শিম বিক্রি হচ্ছে ১০০ থেকে ১১০ টাকা কেজিতে। টমেটো ১০০ থেকে ১৩০ টাকা, বাঁধাকপি ৪০ থেকে ৫০ টাকা, ফুলকপি ৫০ থেকে ৬০ টাকা, ধনেপাতা ১০০ থেকে ১২০টাকা কেজি ও কাঁচামরিচ ১৫০ থেকে ১৬০ টাকা কেজি, মুলা ৪০ টাকা, বেগুন ১২০ টাকা, নতুন আলু ১২০ থেকে ১০০ টাকা কেজি, লাউ প্রতি পিছ ৪০-৮০টাকায় বিক্রি হচ্ছে।
নগরীর মদীনামার্কেট এলাকায় সবজি কিনতে আসা সামছুন্নাহার বেগম বলেন,শীতকালীন শাকসবজি আরও আগে থেকেই বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে। এখনো দাম কমেনি। বিক্রেতারা নানা অজুহাতে দাম বাড়িয়ে রাখছেন। কাঁচাবাজার বা ভ্যানে যেখানেই হোক সবজির দাম বেশি। আমারা সারা বছর অপেক্ষায় থাকি শীতকালীন সবজির। তাই কোনো উপায় না পেয়ে উচ্চ মূল্যে শাকসবজি কিনছি।
মদীনামার্কেট বাজারের সবজি বিক্রেতা জামাল মিয়া বলেন, স্থানীয় সবজি এখনো আসেনি আমদানি করা সবজি কিনছি আড়ত থেকে। তাই পাইকাররা দাম বেশি রাখছেন আমাদের কাছ থেকে। আমরা খুচরা বিক্রেতা। বেশি দামে কিনলে আমাদেরও বেশি দামে বিক্রি করতে হয়। স্থানীয় চাষিদের সবজি বাজারে এলেই দাম কিছুটা কমে যাবে।
সিলেটের সবচেয়ে বড় সবজির আড়ত হল সোবহানীঘাট কাঁচাবাজারে। বিভিন্ন জেলা থেকে সবজি আসে এখানে। এই আড়ত থেকেই সিলেট নগরীর খুচরা ও ভ্রাম্যমাণ বিক্রেতারা শাক সবজি নিয়ে যান। পাশাপাশি নগরীর আখালিয়া টুকেরবাজারেও ভ্রাম্যমাণ সবজির আড়ত রয়েছে। এখন থেকেও অনেক ক্রেতা বিক্রেতা সবজি কিনেন। তবে টুকের বাজারে স্থানীয় চাষিদের সবজিই বেশি থাকে।
সোবহানীঘাট আড়তের বেশ কয়েকজন পাইকারি বিক্রেতার সাথে কথা বলে জানা যায়, বেশ কিছুদিন যাবত অন্যান্য জেলা থেকে শাক সবজি কম আসছে। চাহিদা অনুযায়ী পর্যাপ্ত যোগান না থাকায় শাকসবজির দাম কিছুটা বেড়েছে।
