- নভেম্বর ২৬, ২০২৫
- রাজনীতি
- 3
নিউজ ডেস্কঃ আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সমন্বয়ে নতুন রাজনৈতিক জোটের আত্নপ্রকাশ হতে যাচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাজধানীর আবু সায়ীদ কনভেনশন হলে জোটের আত্মপ্রকাশ হওয়ার কথা রয়েছে।
সূত্র জানায়, নতুন এই রাজনৈতিক জোটে থাকছে এবি পার্টি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), রাষ্ট্রসংস্কার আন্দোলন ও আপ বাংলাদেশ। এই জোটে যুক্ত হতে পারে গণঅধিকার পরিষদ ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)।
জোটের সম্ভাব্য শরিক দলগুলোর সূত্র জানায়, এই জোট হবে নির্বাচনি, আদর্শিক নয়। এই জোট বিএনপির জোট বা জামায়াতসহ আট দলের সঙ্গে নির্বাচনি সমঝোতা করতে পারে। তবে আপাতত একাই থাকবে। জোট বা নির্বাচনি সমঝোতার সিদ্ধান্ত হবে তফশিলের পর। নতুন জোট সংস্কারের জন্য অর্থাৎ গণভোটে হ্যাঁ-এর পক্ষে থাকবে।
আমার বাংলাদেশ এবি পার্টির একজন যুগ্ম আহ্বায়ক জানান, নতুন এই রাজনৈতিক জোটে কেউ প্রধান থাকবে না। এখানে সবাই সমন্বয়ের দায়িত্বে থাকবে।
