- ডিসেম্বর ৪, ২০২৫
- শীর্ষ খবর
- 3
নিউজ ডেস্কঃ সিলেট জালালাবাদ থানা পুলিশের একটি দল গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সদর উপজেলা দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে থানায় মামলা ছিলো বলে জানায় পুলিশ।
বুধবার (৩ ডিসেম্বর) পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এরপর ওইদিনই তাদেরকে মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।
গ্রেফতারকৃতরা হচ্ছে, সিলেট জেলা স্বেচ্ছাসেবকলীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মিল্লাত চৌধুরী এবং টুকের বাজার ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিন।
এসব তথ্য নিশ্চিত করেন জালালাবাদ থানার ওসি শাহ মো. মোবাশ্বির। তিনি জানান, আওয়ামী লীগ নেতা মিল্লাত ও গিয়াসের বিরুদ্ধে থানায় মামলা ছিলো। তাদেরকে মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।
