• ডিসেম্বর ১৬, ২০২৫
  • শীর্ষ খবর
  • 5
সিলেট সীমান্ত থেকে ৫ কোটি টাকার পণ্য জব্দ

নিউজ ডেস্কঃ গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকার চোরাচালানী মালামাল আটক করা হয়েছে।

বিজিবি জানায়, মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ব্যাটালিয়ন সদর, বিছনাকান্দি, উৎমা, সোনালীচেলা, সংগ্রাম, সোনারহাট, পান্থমাই, বাংলাবাজার ও প্রতাপপুর বিওপি কর্তৃক সমন্বিতভাবে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে ভারতীয় মেডিসিন, কসমেটিকস, বিভিন্ন ফল, পেঁয়াজ, সুপারি, গরু, কম্বল, চকলেট, সোয়েটার, বিড়ি, জিরা, জুস, বাংলাদেশী শিং মাছ এবং একটি বারকী নৌকা আটক করা হয়। বিজিবির হিসাব অনুযায়ী আটককৃত মালামালের সিজার মূল্য ১ কোটি ৪০ লাখ ৮০ হাজার ৫১০ টাকা।

এ বিষয়ে অধিনায়ক, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) জানান, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা জোরদার, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা সর্বাত্মকভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল জব্দ করা হয়েছে। তিনি আরও জানান, আটককৃত মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

অপরদিকে, হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি পণ্য ও যানবাহন জব্দ করেছে। বিজিবি সূত্রের তথ্যমতে, উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য সাড়ে তিন কোটি টাকা।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে ৫৫ বিজিবির একটি বিশেষ টহল দল হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকার সীমান্তে অভিযান পরিচালনা করে। এ সময় একটি কাভার্ড ভ্যান তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন প্রকার শাড়ি ও শাল উদ্ধার করা হয়। একই সময়ে অপর একটি বালুবাহী ট্রাক তল্লাশি চালিয়ে বালির নিচে লুকানো অবস্থায় ভারতীয় বিভিন্ন প্রকার কসমেটিকস ও জিরা জব্দ করা হয়। এছাড়া পৃথক অভিযানে বিওপি এলাকার বিভিন্ন স্থান থেকে ভারতীয় মদ ও পেঁয়াজ উদ্ধার করা হয়েছে। অভিযানে ব্যবহৃত কাভার্ড ভ্যান ও ট্রাকও জব্দ করা হয়।

এ বিষয়ে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান জানান, বর্ডার গার্ড বাংলাদেশ দেশের সীমান্ত পাহারা দেওয়ার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করে যাচ্ছে। তিনি বলেন, এসব অভিযান অপরাধ দমনের পাশাপাশি দেশের অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি আরও জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।