• ডিসেম্বর ১৬, ২০২৫
  • লিড নিউস
  • 4
সিলেটে দ্বিতীয় স্ত্রীর সাথে ঝগড়া : প্রাণ দিলেন স্বামী

নিউজ ডেস্কঃ সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানাধীন পশ্চিম পীর মহল্লা এলাকা থেকে তোফায়েল আহমদ (৪৬) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি সিলেট নগরীর এয়ারপোর্ট থানাধীন পশ্চিম পীর মহল্লা এলাকার বাসা-৮৭/১ আব্দুল লতিফের ছেলে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা ১টার দিকে লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, তোফায়েল আহমদ তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে আলাদা বাসায় ভাড়া থাকতেন। পারিবারিক কলহের জের ধরে প্রায়শই তাদের মধ্যে ঝগড়া হয়।

মঙ্গলবার তোফায়েল আহমদকে পরিবারের সদস্য ও স্থানীয়রা বসত ঘরের ফ্যানের সঙ্গে ঝুলতে দেখে দ্রুত উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. মোবাশ্বির জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে প্রেরণ করেছে। এ বিষয়ে মামলা দায়ের প্রক্রিয়াধীন