• ডিসেম্বর ২২, ২০২৫
  • শীর্ষ খবর
  • 3
সিলেটে পুলিশ পিতার কলেজ পড়ুয়া কন্যার লাশ উদ্ধার : তুচ্ছ বিষয়ে অভিমান

নিউজ ডেস্কঃ সিলেট নগরের বাদামবাগিচা এলাকার ইলাশকান্দিতে নিজ বাসা থেকে এক কলেজছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২২ ডিসেম্বর) সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে।

পুলিশ জানায়, নিহত শিক্ষার্থীর নাম তাহমিনা আক্তার জেরিন (১৮)। তার বর্তমান ঠিকানা সিলেট নগরের উদয়ন-২৪, ইলাশকান্দি, বাদামবাগিচা এলাকায়। গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানার উত্তর কামলাবাজ (সাচনা) এলাকায়। তিনি সিলেট নগরের অগ্রগামী সরকারি উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। জেরিনের বাবা নবী উদ্দিন সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের সদস্য (এটিএসআই)।

ঘটনাস্থলে উপস্থিত বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) সৌমেন মৈত্র বলেন, ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরির সময় নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে মৃত্যুর বিষয়টি তদন্তাধীন রয়েছে। পারিবারিক বিষয় নিয়ে মনোমালিন্যের ঘটনা ঘটেছিল কি না—এ দিকগুলোসহ সার্বিক বিষয় খতিয়ে দেখা হচ্ছে। ধারণা করা হচ্ছে, তুচ্ছ বিষয় নিয়ে মা, বাবা ও দাদির সাথে ঝগড়ার জের ধরে তিনি আত্মহত্যা করতে পারেন। তবে ময়নাতদন্ত প্রতিবেদন ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।