• ডিসেম্বর ২৬, ২০২৫
  • খেলাধুলা
  • 3
সাদামাটা আয়োজনে ৭ বছর পর সিলেটে বিপিএল উদ্বোধন

ক্রীড়া ডেস্কঃ সাদামাটা আয়োজনে দীর্ঘ ৭ বছরের পর আবারও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধন হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)।

শুক্রবার (২৬ ডিসেম্বর) বেলা আড়াইটায় সিলেটের আকাশে ২৫ হাজার বেলুন উড়িয়ে উদ্বোধন করা হয় বিপিএলের দ্বাদশ আসরের সিলেট পর্ব।

এর আগে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জন্য এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর কোরআন তিলাওয়াত ও জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

এরপর ২৫ হাজার লাল-সবুজ বেলুন উড়িয়ে বিপিএলের উদ্বোধন ঘোষণা করেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম।

বেলা তিনটায় স্বাগতিক সিলেট টাইগার্স ও রাজশাহী ওয়ারিয়র্সের ম্যাচ দিয়ে শুরু হয় বিপিএলে মাঠের লড়াই।

বিপিএলের শুরুটা সাদামাটা হলেও দর্শকদের বিনোদনের জন্য দুই ম্যাচের মধ্যবর্তী সময়ে রয়েছে সাংস্কৃতিক আয়োজন। সিলেট টাইগার্স ও রাজশাহী ওয়ারিয়র্সের ম্যাচ শেষ হওয়ার পর ৪৫ মিনিটের একটি বিশেষ সাংস্কৃতিক পর্ব অনুষ্ঠিত হবে। এই পর্বে বিপিএলের ছয়টি দলের জার্সি পরে নৃত্যশিল্পীরা পারফর্ম করবেন।

উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা ৭:৪৫ মিনিটে নোয়াখালী এক্সপ্রেসের মুখোমুখি হবে চট্টগ্রাম রয়্যালস।