• ডিসেম্বর ২৮, ২০২৫
  • মৌলভীবাজার
  • 4
মৌলভীবাজারে শিশু সন্তানসহ মায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের উত্তর বড়ডহর গ্রামে নিজ ঘর থেকে ৪ বছরের শিশু সন্তানসহ মায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার রাত ৮টায় লাশ উদ্ধার করা হয়। তারা স্থানীয় উপজেলার সমাই বাজারের ব্যবসায়ী কুতুব উদ্দিনের স্ত্রী মরিয়ম বেগম (২৫) এবং ছেলে আয়ান মোহাম্মদ তোহা (৪)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়- রোববার সন্ধ্যায় বাড়ির লোকজন নিজ ঘরে মা-ছেলের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। রাতে জুড়ী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশগুলো উদ্ধার করে।

জুড়ী থানার অফিসার ইনচার্জ দিলীপ কান্ত নাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘তাৎক্ষণিক ভাবে ঘটনার কারণ জানা যায়নি। লাশগুলো ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে প্রেরণ করা হবে।’