- ডিসেম্বর ৩০, ২০২৫
- শীর্ষ খবর
- 5
নিউজ ডেস্কঃ সিলেটের গোয়াইনঘাট সীমান্তে ১২ জনকে আটক করেছে পুলিশ ও বিজিবি। তারা সবাই ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন। তাদের মধ্যে আছে একটি শিশু।
সোমবার (২৯ ডিসেম্বর) রাতে পশ্চিম জাফলংয়ের কুলুমছড়া সীমান্ত থেকে তাদের আটক করা হয়।
আটকদের মধ্যে মানব পাচার মামলার এক আসামীও আছেন। তার নাম অজয় বিশ্বাস (৩০)। তিনি রাজবাড়ীর বালিয়াকান্দি নতুন গুরগুরি এলাকার বাসিন্দা। তাকে গত ২২ ডিসেম্বর মানব পাচার মামলায় গ্রেপ্তার করা হলেও ওই মামলায় জামিনে ছাড়া পেয়ে তিনি গোয়াইনঘাট সীমান্তে অবস্থান করছিলেন।
পুলিশ জানায়, রাতে কুলুমছড়ায় অভিযান চালিয়ে ভারতে অনুপ্রবেশকালে মোট ১১ জনকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি।
তাদের মধ্যে ছয়জন পুরুষ, চারজন নারী ও একটি শিশু। মঙ্গলবার সকালে সবাইকে গোয়াইনঘাট থানাপুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এদিকে সোমাবর রাতেই পুলিশ ও বিজিবি যৌথভাবে অভিযান চালিয়ে ওই এলাকা থেকে অজয় বিশ্বাসকে আটক করে।
পুলিশ ও বিজিবির ধারণা, অজয় শিশুসহ ওই ১১ জনকে ভারতে পাচারের জন্য সীমান্তে জড়ো করেছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান। তিনি জানান, এ ঘটনায় অজয় বিশ্বাসকে মানবপাচার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। অন্যদের বিষয়ে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।
