• জানুয়ারি ৮, ২০২৬
  • শীর্ষ খবর
  • 2
সিলেটে চা বাগানে ৫০ শিক্ষার্থীকে বিএনএফ শিক্ষা বৃত্তি প্রদান

নিউজ ডেস্কঃ সিলেট সদর উপজেলার খাদিমনগর ও টুকেরবাজার ইউনিয়নের চা শ্রমিকদের সন্তান ও সিটি করপোরেশনের বস্তি এলাকায় বসবাসরত দরিদ্র ও মেধাবী ৫০ জন শিক্ষার্থী বিএনএফ শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল ১১টায় লাক্কাতুরা আর.ডব্লিউ.ডি.ও বিদ্যালয়ে রিলায়েন্ট উইমেন ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (আর.ডব্লিউ.ডি.ও) আয়োজনে ৫০ জন শিক্ষার্থীর মধ্যে ১২তম পর্যায়ে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। এই শিক্ষাবৃত্তি প্রদানে আর্থিক সহযোগিতা করে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ)।

রিলায়েন্ট উইমেন ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের নির্বাহী পরিচালক সমীতা বেগম মীরার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অভিজিৎ কুমার পাল।

আরও উপস্থিত ছিলেন, মালিনীছড়া চা বাগান পঞ্চায়েত সভাপতি জিতেন সবর, খাদিম চা বাগানের পঞ্চায়েত সভাপতি সবুজ তাতী, লাক্কাতুরা চা বাগানের পঞ্চায়েত সদস্য সুহেল বিশ্বাস, লাক্কাতুরা চা বাগানের শ্রমিক শ্যামলী গোয়ালা, শিক্ষক রেবা সিনহা, আর.ডব্লিউ.ডি.ও এর প্রকল্প কর্মকর্তা বাবুল কুমার সিংহ, প্রকল্প সমন্বয়কারী মো. জাহিদুল ইসলাম রশিদ , ফিল্ড অফিসার শায়েক আহমেদ ও সোনিয়া দারিং এবং শিক্ষার্থীবৃন্দ।