- জুলাই ২৯, ২০২০
- শীর্ষ খবর
- 379
নিউজ ডেস্কঃ অবশেষে সিলেটের লাক্কাতুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে মাঠে কুরবানির অস্থায়ী পশুর হাটের উপর স্থগিতাদেশ দেয়া হয়েছে। হাইকোর্টে রিট পিটিশনের প্রেক্ষিতে আজ বুধবার এ স্থগিতাদেশ দেন বিচারপতি তারিক উল হাকিম।
আগামি কুরবানির ঈদে সিলেটের লাক্কাতুরা চা বাগানে অস্থায়ী পশুর হাট বসানোর অনুমোদন দেয় সিলেটের স্থানীয় প্রশাসন। এই স্কুলের মাঠে পশুর হাট বন্ধের দাবিতে সিলেটের বিভিন্ন সামাজিক সংগঠন শুরু থেকেই আন্দোলন করে আসছিল। স্থানীয় বাসিন্দা কাদীর আহমদ স্কুল মাঠে পশুর হাট বন্ধের জন্য আজ বুধবার সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে রিট আবেদন করেন। সুপ্রিম কোর্টের আইনজীবী মোস্তাক আহমদ চৌধুরী তার পক্ষ্যে এই আবেদন করেন। ভার্চুয়াল বেঞ্চে শুনানি শেষে বিচারপতি তারিক উল হাকিম লাক্কাতুরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অস্থায়ী পশুর হাট বসানোর স্থগিতাদেশ দেন। এর ফলে এখন থেকে লাক্কাতুরা স্কুল মাঠে অস্থায়ী পশুর হাট বসানো যাবে না।
উল্লেখ্য, গত ২৩ জুলাই সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মহুয়া মমতাজ এই পশুর হাট লিজ দিয়েছিলেন।