- জানুয়ারি ১০, ২০২৬
- শীর্ষ খবর
- 3
নিউজ ডেস্কঃ সিলেট মহানগর বিএনপির মোগলাবাজার থানা শাখার সদস্যসচিব জামাল আহমদ নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে মোগলাবাজার থানায় জিডি (সাধারণ ডায়েরি) করেছেন।
শুক্রবার (৯ জানুয়ারি) তিনি এ ডায়েরি দায়ের করেন।
সাধারণ ডায়েরিতে নির্বাচনী কাজে বাধা প্রদান ও সর্বশেষ তার বাড়িতে গিয়ে হত্যার হুমকির অভিযোগ করেছেন তিনি।
ডায়েরি সূত্রে জানা যায়, নগরীর ৪২নং ওয়ার্ডের শ্রীরামপুর দক্ষিণ পাড়ার মৃত জহির মিয়ার ছেলে আলাউদ্দিন, আতাউর রহমান কালাইয়ের ছেলে ইমন আহমদসহ অজ্ঞাতনামা কয়েকজন মোগলাবাজার থানা বিএনপির সদস্য সচিব ও একই এলাকার বাসিন্দা জামাল আহমদকে নির্বাচনী কাজে বাধা প্রদান, গালিগালাজ ও হুমকিধামকি দিচ্ছিলেন। এরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সদস্য বলে সাধারণ ডায়েরিতে উল্লেখ করেন বিএনপি নেতা জামাল আহমদ।
তিনি উল্লেখ করেন, ৯ জানুয়ারি বিকাল ২টার দিকে আলাউদ্দিন ও ইমন আহমদসহ অজ্ঞাতনামা কয়েকজন বিএনপি নেতা জামাল আহমদের বাড়িতে গিয়ে হত্যার হুমকি প্রদান করে।
এ অবস্থায় তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান।
