• জানুয়ারি ১০, ২০২৬
  • শীর্ষ খবর
  • 4
তারেক রহমানের আহ্বানে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা মিজান চৌধুরীর

নিউজ ডেস্কঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহ্বানে আসন্ন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মিজান চৌধুরী। একই সঙ্গে তিনি গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার ফিরে পাওয়ার আন্দোলনে দলীয় নেতাকর্মীসহ সাধারণ জনগণকে বিএনপির মহাসমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।

শনিবার (১০ জানুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিজান চৌধুরী এক পোষ্ট দেন।

সেখাতে তিনি লেখেন, গণতন্ত্র পুনরুদ্ধার, ভোট ও মানুষের অধিকার ফিরে পাওয়ার আন্দোলনে আপনিও বিএনপির মহাসমাবেশে যোগ দিন: মিজান চৌধুরী

এ আন্দোলন বিএনপির ক্ষমতায় যাওয়ার আন্দোলন নয়, এ আন্দোলন দেশে গণতন্ত্র পূণ:প্রতিষ্ঠা, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনা ও সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন। নিশি রাতের অবৈধ সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির এক দফা দাবীর আন্দোলনে বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীসহ সাধারণ মানুষদের আগামী ২৮ অক্টোবরের মহা সমাবেশে যোগদানের আহবান জানাচ্ছি।

তারুণ্যের অহংকার দেশনায়ক তারেক রহমানের নির্দেশে দেশের মানুষ এখন ঐক্যবদ্ধ। রক্তচক্ষু দেখিয়ে লাভ নেই, আমাদের হারানোর কিছু নেই, অবৈধ সরকারের পতন ঘটিয়েই ঘরে ফিরব ইনশাআল্লাহ।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মনেপ্রাণে বিশ্বাস করতেন, ‘জনগণই সকল ক্ষমতার উৎস’। তিনি বিশ্বাস করতেন, জনগণের স্বাধীন ভোটাধিকারের মাধ্যমে নেতা নির্বাচনের সুযোগ দিতে হবে, কথা বলার অধিকারকে স্বাধীন ও অবাধ করতে হবে। আমরা তাঁরই আদর্শে আদর্শগত। আমাদের একটাই লক্ষ্য, গণতন্ত্র পুনরুদ্ধার, ভোট ও মানুষের অধিকার ফিরিয়ে দেয়া। আমাদের লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বো না। দেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে। ইনশাআল্লাহ আমাদের সুদিন আসবেই। বাংলাদেশের আকাশে বিএনপির বিজয়ের পতাকা উড়বে। আল্লাহ আমাদের সহায় হোন।