• জানুয়ারি ১০, ২০২৬
  • জাতীয়
  • 2
পাবনা-১ ও ২ আসনে নির্বাচন স্থগিত রাখার নির্দেশ

নিউজ ডেস্কঃ মামলা সংক্রান্ত জটিলতার কারণে পাবনা-১ ও ২ আসনে নির্বাচন পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত রিটার্নিং কর্মকর্তাকে স্থগিত রাখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

শনিবার (১০ জানুয়ারি) এমন লিখিত নির্দেশনা পাঠানো হয়েছে।

এতে বলা হয়েছে, জাতীয় সংসদের নির্বাচনী এলাকা পাবনা-১ ও পাবনা-২ এর সীমানা সংক্রান্ত সিএমপি নং ১১০৫ / ২০২৫ এ মাননীয় আপিল বিভাগের ৫ জানুয়ারি তারিখের আদেশের প্রেক্ষিতে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী এলাকা পাবনা-১ ও পাবনা-২ এর নির্বাচন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছে।