- জানুয়ারি ১৩, ২০২৬
- শিক্ষাঙ্গন
- 4
শাবি প্রতিনিধিঃ ‘এ’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে শুরু হচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা।
ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনা এবং ডিজিটাল জালিয়াতি ঠেকাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে এ তথ্য জানান উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম।
পাশাপাশি শাবিপ্রবির কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর অবস্থানের কথাও জানান তিনি।
সাজেদুল করিম বলেন, ভর্তি পরীক্ষা ও শাকসু নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে। কোনো শিক্ষার্থী যেন কোনো ধরনের হয়রানির শিকার না হয়, সে বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন সর্বোচ্চ সতর্ক থাকবে।
উপ-উপাচার্য আরও বলেন, ভর্তি পরীক্ষায় ডিজিটাল ডিভাইস সংশ্লিষ্ট যেকোনো ধরনের জালিয়াতি প্রতিরোধে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সচেতন থাকতে হবে। ভর্তি পরীক্ষা ও শাকসু নির্বাচন চলাকালীন সময়ের সার্বিক নিরাপত্তা, যানবাহন নিয়ন্ত্রণ এবং পরীক্ষার্থী ও অভিভাবকদের যাতায়াতের সুবিধার্থে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে।
শাকসু নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীনভাবে দায়িত্ব পালন করবে এবং প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের হস্তক্ষেপ করা হবে না। সংশ্লিষ্ট সবাইকে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো ধরনের গ্যাপ বা দুর্বলতা রেখে কাজ করার সুযোগ নেই।
এদিকে, শাবিপ্রবির ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার প্রথম দিন ‘এ’ ইউনিটের পরীক্ষায় অংশ নেবেন ৫২ হাজার ৮২৩ জন শিক্ষার্থী। এবার ঢাকা ও সিলেট মিলিয়ে মোট ১৮টি কেন্দ্রে ‘এ-১’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
২০২৫-২৬ সেশনে ‘এ-১’ (বিজ্ঞান) ইউনিটে ৯৫৫টি আসন এবং ‘এ-২’ (বিজ্ঞান ও আর্কিটেকচার) ইউনিটে ৩০টি আসন রয়েছে।
