• জানুয়ারি ১৯, ২০২৬
  • শিক্ষাঙ্গন
  • 4
শাকসু নির্বাচন স্থগিত: তোপের মুখে শিক্ষক

শাবি প্রতিনিধিঃ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(শাবিপ্রবি) ছাত্র সংসদ নির্বাচন স্থগিতের ঘটনায় শিক্ষার্থীদের তোপের মুখে পড়েছেন বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক আশরাফ উদ্দিন। সোমবার(১৯ জানুয়ারি) বিকাল ৫ টার দিকে শাবিপ্রবি গেইট এলাকায় ঘটনাটি ঘটে এই ঘটনা।

সোমবার বিকেলে ক্যাম্পাস থেকে বের হওয়ার সময় শিক্ষার্থীরা ভুয়া ভুয়া শ্লোগানে তাকে ধাওয়া করলে পার্শ্ববর্তী একটি দোকানে আশ্রয় নেন অধ্যাপক আশরাফ উদ্দিন। এ সময় তার পিছু নেওয়া শিক্ষার্থীরা দোকানের বাইরে জড়ো হয়ে ‘দালাল, দালাল, ভুয়া-ভুয়া’ স্লোগান দিতে থাকেন।

পরে কয়েকজন শিক্ষার্থী তাকে আশরাফ উদ্দিনকে দোকান থেকে বের করে নিরাপদে চলে যেতে সাহায্য করেন।

শিক্ষার্থীদের এমন আচরণে ক্ষুদ্ধ হয়ে অধ্যাপক আশরাফ উদ্দিন বলেন, “আমি ক্যাম্পাস থেকে আসার সময় তারা (শিক্ষার্থীরা) ভুয়া-ভুয়া বইলা চিৎকার করতেছে। আমি দাঁড়িয়ে গেছি।এর মধ্যে একজন আমার ডাইরেক্ট ছাত্র, ক্লাসের ছাত্র, শিবিরের নাকি লিডার। সে আমার সামনে এসে বলতেছে ভুয়া-ভুয়া-ভুয়া। তারা এটা করতে পারে না।”