• আগস্ট ১, ২০২০
  • শীর্ষ খবর
  • 488
সিলেটে মুসল্লিদের ঈদের নামাজ আদায়

নিউজ ডেস্কঃ করোনা সংক্রমণকে উপেক্ষা করে সামাজিক দূরত্ব বজায় রাখাসহ সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে মসজিদে মসজিদে ঈদুল আজহার নামাজ আদায় করেছেন সিলেটের ধর্মপ্রাণ মুসল্লিরা।

শনিবার সকাল থেকে হজরত শাহজালাল (রহ.) মাজার জামে মসজিদসহ সিলেটর বিভিন্ন মসজিদ ঘুরে এমন চিত্র দেখা গেছে। তবে কোনো কোনো জায়গায় ভিড় বেশী হওয়ায় স্বাস্থ্যবিধি মানা হয়নি।

সকালে শাহজালাল (রহ.) মাজার জামে মসজিদে দেখা যায়, মসজিদের প্রবেশপথে সারিবদ্ধভাবে নিয়ম মেনে ভেতরে প্রবেশ করেন তারা। মসজিদে প্রবেশের সময় দেয়া হয় জীবানুনাশক স্প্রে। এছাড়া নিজ নিজ জায়নামাজ নিয়ে নির্দিষ্ট দুরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে নামাজ আদায় করতে দেখা গেছে।

এছাড়া নামাজ আদায়কালে অনেককেই মাস্ক, হ্যান্ড গ্লাভস ব্যবহার করতে দেখা গেছে। নামাজ শেষে অন্যান্যবারের মতো কোলাকুলি, কিংবা করমর্দন থেকে বিরত ছিলেন তারা।

দরগাহ মসজিদে নামাজ আদায় করতে আসা এক মুসল্লি বলেন, করোনা সংক্রমণের ভয়ে ঈদুল ফিতরের নামাজ বাসায় আদায় করেছেন। তবে এবার ঈদুল আজহার নামাজ সকলে একসাথে পড়তে পেরেছেন।