- এপ্রিল ১৩, ২০২০
- জাতীয়
- 601
নিউজ ডেস্কঃ সাংবাদিকদের বিশেষ ব্যবস্থায় করোনা পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
সোমবার (১৩মার্চ) রাজধানীতে তার সরকারি বাসভবনে সীমিতসংখ্যক সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ কথা জানান তিনি।
সাংবাদিক কারও নভেল করোনাভাইরাসের লক্ষণ-উপসর্গ দেখা দিলে তাদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় যোগাযোগ করার পরামর্শ দেন তিনি। সেখানে বিশেষ ব্যবস্থায় তার পরীক্ষা করা হবে বলেও জানিয়েছেন তিনি।
ড. হাছান বলেন, আমাদের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানানো হয়েছে। যদি কোন সাংবাদিকের এ সংক্রান্ত পরীক্ষার প্রয়োজন হয় তারা যোগাযোগ করলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টিকে গুরুত্ব দিয়ে বিবেচনা করবেন।
হাছান মাহমুদ বলেন, ‘জরুরি সেবা নিশ্চিত করতে সাংবাদিকরা দিনরাত কাজ করে যাচ্ছেন।’
সেই সঙ্গে সকল গণমাধ্যম কার্যালয়ে সাংবাদিকদের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা সামগ্রী সরবরাহ করারও আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী।